ডেলিভারী চার্জ (সর্বনিম্ন):
পন্য হাতে পেয়ে দ্রুত পন্যটি চেক করে নিন এবং নিম্ন বর্ণিত ক্ষেত্রে পন্যটি গ্রহন না করে ফেরত দিয়ে দিন।
১। যদি অর্ডারকৃত পন্য এবং পাঠানো পন্যের মধ্যে মিল না থাকে।
২। যদি পন্য টি কাজ না করে (Manufacturing Defect থাকলে)।
৩। পন্য গ্রহন না করে ফেরত দিলে অবশ্যই পন্যটি যাতে ক্ষতিগ্রস্থ না হয় বা কোন দাগ-ময়লা না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ঠিকমত প্যাকেটে দিয়ে দিতে হবে।
৪। পন্য নিয়ে কোন কথা থাকলে আমাদের প্রতিনিধি আপনাকে যে নম্বর থেকে ফোন দিবে সেই নম্বরে ফোন দিয়ে কথা বলতে পারেন। অথবা আমাদের ওয়েবসাইটের মেসেঞ্জার অপশনে মেসেজ পাঠাতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিতে পারেন।